19
Mar
দিশা পাটানি ও টাইগার শ্রফ প্রায় বছর দুয়েক হল সম্পর্কে নেই। বলিউডের গুঞ্জন, দুইজনই এই মুহূর্তে জড়িয়েছেন অন্য সম্পর্কে। কিন্তু দু’জনের তিক্ততা মেটেনি? দিশার সঙ্গে টাইগারের ব্যবহার দেখে সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটাই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ। কী এমন করেছেন টাইগার? অভিনেত্রী বাণী কাপুরের পাশে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দিশা পাটানি বসেছিলেন। টাইগারও হাজির ছিলেন। প্রাক্তনকে দেখতে পেয়ে দিশা একগাল হাসি নিয়ে তাঁকে ডাকেন। এমনকি হাতের ইশারায় পাশে বসতেও বলেন। যদিও বসার জায়গা ছিল না পাশে। তাঁকে একবার ফিরেও তাকাতে দেখা গেল না! বি-টাউনের নতুন জেনারেশনের মধ্যে প্রাক্তনের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়াই কিন্তু ট্রেন্ড। টাইগারের দিদি ও মায়ের সম্পর্ক আজও…