13
Mar
ঐশ্বর্য রাই বচ্চন ছোট থেকেই সকলের বাহবা পেয়ে বড় হয়েছেন। সৌন্দর্যের সাথে সাথে তিনি দুর্দান্ত ছিলেন পড়াশোনাতেও। ক্লাস ১ থেকে ৫-এর মধ্যে ব়্যাঙ্ক করতেন ঐশ্বর্য। সেই ঐশ্বর্য এক শিক্ষিকার কথা শুনে মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন। তারপর থেকে জীবন পাল্টাতে শুরু করে রাই সুন্দরীর। সুন্দরী ঐশ্বর্যর কাছে প্রেম প্রস্তাব আসত অনেক। কিন্তু জানেন কি একজন পুরুষের মন জেতার জন্য রীতিমতো লড়াই করেছিলেন ঐশ্বর্য। অভিনেত্রী মণীষা কৈরালা তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন। কে ছিলেন সেই পুরুষ, যাঁর মন পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছিলেন এই দুই সুন্দরীর। সেই ব্যক্তির নাম ছিল রাজীব মুলচান্দানি। ঐশ্বর্যর কেরিয়ারের শুরুতে তাঁর সঙ্গেই প্রেমের গুজব রটেছিল। রাজীব ছিলেন এক নামকরা ফটোগ্রাফার।…