26
Nov
ট্র্যাক রেকর্ডের দিক থেকে বিচার করলে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড বিনিয়োগের একটি উত্তম বিকল্প। ২০০৬ সালে শুরু হওয়ার পর থেকে ১৪ বছরের ট্র্যাক রেকর্ড নিয়ে সাফল্যের সঙ্গে চালু রয়েছে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড। রেগুলার ও ডাইরেক্ট প্ল্যানের আওতায় এই ফান্ড মান্থলি ডিভিডেন্ড প্রদান-সহ সামগ্রীকভাবে উত্তম পারদর্শীতা প্রদর্শন করে আসছে। একবছরের ভিত্তিতে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথের ভিত্তিতে এই ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ অপশনের আওতায় ৪.৪৬% ও ডাইরেক্ট প্ল্যান গ্রোথ অপশনের অধীনে ৫.০২% রিটার্ন প্রদান করেছে। (৬ নভেম্বর ২০২০-এর তথ্যানুসারে) ইকুইটি ওরিয়েন্টেড হওয়ায় এই ফান্ড অন্যান্য ফান্ডের তুলনায় বেশকিছু ট্যাক্স আর্বিট্রেজ পেয়ে আসছে। মাসিক ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে এই ফান্ডের ট্র্যাক রেকর্ড উল্লেখযোগ্য। ডিভিডেন্ড হিসেবে এই…