06
Apr
করোনার দিনগুলোতে অলস সময়ে এর চেয়ে যুত্সই কাজ আর কী হতে পারে! সোনাক্ষী বলেছেন, ‘আমার বাবা-মা বলেছে কোনো ভদ্র ছেলে দেখে প্রেম করতে। কিন্তু সে যেন ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ না হয়।’ এর আগে সোনাক্ষী এক সাক্ষাত্কারে এটাও বলেছেন যে, তিনি এখন কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। তাই তার প্রেম করার সময় নেই। তবে করোনার কারণে পুরো বলিউড ইন্ডাস্ট্রির সবাই এখন বেকার। তাই এই সময়টা কাজে লাগাতে চাচ্ছেন সোনাক্ষী। তিনি বলেন ‘এই অবসর প্রেম করার সময়। আর প্রেম-সম্পর্কের ব্যাপারে আমি খুবই আদর্শবাদী। সম্পর্কে থেকে কোনো একজনের অন্যজনকে ঠকানো এক ধরনের অপরাধ বলেই মনে করি আমি। আমার হবু বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে একটা উপদেশ রইল।…