05
May
কলকাতা, ৪ মে: ল্যাবরেটরি-বেসড সেরোলজি ব্লাড টেস্টের দ্বারা অ্যান্টিবডি ইগজি (IgG) নির্ণয়ের জন্য জন্য সিই মার্ক পেলো অ্যাবট। ইগজি কোনও ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি চিহ্নিত করে। কোনও ব্যক্তি আগে সংক্রমিত হয়েছিলেন কীনা, তা জানার জন্য অ্যান্টিবডি টেস্ট গুরুত্বপূর্ণ। এর দ্বারা ভাইরাসের চরিত্র জেনে নেওয়া যায়, সেইসঙ্গে জানা সম্ভব শরীরে অ্যান্টিবডির স্থায়ীত্ব কতদিন এবং তা রোগপ্রতিরোধ ক্ষমতা জোগাতে পারে কীনা। এইসব তথ্য জানা থাকলে তা চিকিৎসার ও ভ্যাকসিন তৈরির কাজে সহায়তা করতে পারবে। অ্যাবটের সার্স-কোভ-২ ইগজি (SARS-CoV-2 IgG) টেস্ট ইগজি অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করে, যেটি হল এমন এক প্রোটিন যা সংক্রমণের শেষ পর্যায়ে শরীরে তৈরি হয় এবং তা সুস্থ হয়ে…