12
Jan
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিজিৎ শ্রীদাসের(Abhijit SriDas) প্রথম ফিচার ফিল্ম 'বিজয়ার পরে' প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি বাবা-মা এবং বাচ্চাদের মধ্যে তর্ক-বিতর্ককে তুলে ধরা হয়েছে। ১২ই জানুয়ারী, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত পূর্ণদৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র 'বিজয়ার পরে'। সিনেমায় বিশেষ ভূমিকার অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলী, মমতা শঙ্কর, দীপঙ্কর দে-কে। এর পাশাপাশি দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তী ও ঋতব্রত মুখোপাধ্যায় এর মতো স্বনামধন্য অভিনেতাদের। https://youtu.be/o7Fkd1rXwzQ?si=PFsI70VnMrilTHbp চলচ্চিত্রটি একটি অর্থোডক্স পরিবারের গল্প নিয়ে কাজ করে। মুক্তির আগে স্বস্তিকা তার চরিত্র নিয়ে কথা বলেন। তিনি বলেন, "বিজয়ার পরে, আমার চরিত্রের নাম…