01
Aug
মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি 'জওয়ান'। সিনেমাটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা এখন চরমে। এবার সেই উত্তেজনার পারদ বাড়িয়েছেন নির্মাতারা। মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির প্রথম গান 'জিন্দা বান্দা'। মিউজিক ভিডিওটি শুরু হয় শাহরুখ খানের উদ্যমী এন্ট্রি দিয়ে। একই পোশাক পরা মহিলাদের একটি উল্লাসকারী দল শাহরুখ খানকে স্বাগত জানায়। সানায়া মালহোত্রা এবং প্রিয়ামণির সাথে, মেগাস্টার শাহরুখ তার নাচের ঝলক দেখালেন। গানটিতে অনেকদিন পর একই ফ্রেমে নাচতে দেখা গেছে শাহরুখ খান ও প্রিয়মণিকে। এর আগে চেন্নাই 'এক্সপ্রেস'-এর 'ওয়ান টু থ্রি ফোর' গানে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। গানের শুরুতে পুলিশের ইউনিফর্ম পরে কিং খানের প্রবেশের এক ঝলক দেখা যায়। এরপর শাহরুখ খান লাল…