30
Jun
ভেঙে যাচ্ছে অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাসের সংসার। ফেসবুকে সম্পর্ক ভাঙার কথা পোস্ট করেন নবনীতা। তিন মাসের জন্য আলাদা ছিলেন তিনি। আইনি প্রক্রিয়াও অনেক এগিয়েছে। ডিভোর্স পেপার এখনো আসেনি। নবনীতা তার ফেসবুক পোস্টে লিখেছেন, টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা… Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা…তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, Gas booking থেকে Mediclaim pay সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়,…