03
May
প্রিয়াঙ্কা চোপড়া হলেন প্রথম ভারতীয় তারকা যিনি মেট গালায় আমন্ত্রিত হয়েছেন। প্রিয়াঙ্কার পর দীপিকা পাড়ুকোনকে দুবার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। প্রিয়াঙ্কা-দীপিকার পর আরেক ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের মেট গালা অভিষেক হয়। মেট গালার রেড কার্পেটে ভারতীয় তারকা প্রিয়াঙ্কা এবং আলিয়ার পোশাক ফটোগ্রাফারদের নজর কেড়েছে। আলিয়া যেমন তার মুক্তো-খচিত গাউনে চকচক করেছিল, তেমনি প্রিয়াঙ্কার ডায়মন্ড নেকলেসটিও নজরকাড়া ছিল। মেট গালা অনুষ্ঠানের পর এই বুলগেরিয়ান হীরাটি নিলামে উঠছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কত দামে বিক্রি হবে শুনলে অবাক হবেন। চেইনের মতো ডিজাইনের এই নেকলেসটি ছোট হীরা দিয়ে তৈরি। মাঝখানের বড় লকেটটি প্রায় 11 ক্যারেটের হীরা দিয়ে তৈরি এবং…