06
Apr
'আদিপুরুষ'-এ প্রভাসকে দেখা যাবে শ্রী রামের ভূমিকায় এবং বলিউড তারকা সাইফ আলি খান তার বিপরীতে রাবণের ভূমিকায় দেখা যাবে। তবে এই সিনেমার টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়ে। তবে এবার পোস্টারকে কেন্দ্র করে সিনেমা নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় ফের আলোচনায় এসেছে 'আদিপুরুষ'। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের বিরুদ্ধে মামলা করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি নামে এক ব্যক্তি। মামলাকারী দাবি করেন তিনি সনাতন ধর্মের প্রচারক। তার পক্ষে মুম্বাই হাইকোর্টের আইনজীবী আশীষ রায় এবং পঙ্কজ মিশ্র সাকিনাকা থানায় মামলাটি করেন। ভারতীয় দণ্ডবিধির 295 (A), 298, 500, 34 ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার…