22
Jul
আর্থিক সংকটের জেরে কিছুদিন আগেই যাত্রী পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছিল ভারতের অন্যতম নামী বিমান পরিবহণ সংস্থা গো এয়ার। তবে আবার একবার এই সংস্থা আকাশে উড়তে চলেছে। এই আবহে ডিজিসিএ-র অনুমতিও মিলেছে বলে জানা গিয়েছে। বেশ কিছু শর্ত মেনে ফের যাত্রী পরিষেবা দিতে পারবে গো ফার্স্ট। জানা গিয়েছে নতুন করে ১৫টি বিমান নিয়ে যাত্রী পরিষেবা চালু করবে গো ফার্স্ট। দিনে আপাতত ১১৪টি উড়ানের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে গো এয়ার। এদিকে একবার যাত্রী পরিষেবা চালু হলে উড়ান এবং বিমানের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে গো এয়ার। জানা গিয়েছে, বর্তমানে তাদের কাছে উপলব্ধ পাইলট সংখ্যার ওপর ভিত্তি করেই ১৫টি বিমান…