05
Oct
অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক গ্লোবাল স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড স্কেচার্স এক নতুন ক্যাম্পেন শুরু করছে। সিদ্ধান্ত হলেন ভারতে স্কেচার্সের প্রথম ব্যান্ড অ্যাম্বাসাডর। স্কেচার্সের সিদ্ধান্ত অভিনীত ‘গো লাইক নেভার বিফোর’ ক্যাম্পেনে শারীরিক সুস্থতার জন্য দৌড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সকলকে সবসময়ে সক্রিয় থাকার উৎসাহ দেওয়া হয়েছে। এই ক্যাম্পেন ভিডিয়োতে তুলে ধরা হয়েছে স্কেচার্স গো রান সিরিজের সদ্য লঞ্চ্ করা পারফর্ম্যান্স ফুটওয়্যার স্টাইলগুলিকে। একটি ব্র্যান্ড হিসেবে স্কেচার্স একইসঙ্গে উদ্ভাবন, স্টাইল ও প্রযুক্তির সংমিশ্রণ, যা ব্যবহারকারীকে দেয় আরাম, আর বর্তমান ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ। শুধুমাত্র ফুটওয়্যার নয়, স্কেচার্স লঞ্চ্ করেছে অ্যাপারেল ও অ্যাক্সেসরিজের এক বিশাল সম্ভার। পুরুষ ও মহিলাদের…