আকরচেইন ও ফরেস্টম্যানের সঙ্গে ধরিত্রী দিবস পালন

১৯৭০ সালে শুরু হওয়ার ৫১ বছর পর ধরিত্রী দিবস (Earth Day) পালনে এবার মেটাভার্স (Metaverse) সঙ্গে পেয়েছে আকরচেইন-এর আকরল্যান্ড (AqarChain’s AqarLand) ও ভারতের ‘ফরেস্ট ম্যান’কে (Forest Man)।

আকরচেইন-এর অংশ আকরল্যান্ড হল এনএফটি-যুক্ত একটি ভার্চুয়াল ল্যান্ড মেটাভার্স, যা মেটাভার্সের সঙ্গে বাস্তব পরিবেশের মিলন ঘটাতে কাজ করে চলেছে, যাতে ডিজিটাল ফরেস্টে বৃক্ষরোপনের মাধ্যমে বনসৃজন ও ভূমিরক্ষা সম্ভব হয়। ‘আর্থ ডে’তে আকরচেইন ভারতে ‘ফরেস্ট ম্যান’ বলে পরিচিত যাদব পায়েঙের সঙ্গে হাত মিলিয়েছে। যাদব পায়েঙ তাঁর গোটা জীবনে এককভাবে তৈরি করেছেন মোলাই ফরেস্ট। মোলাই ফরেস্টে যাদবের প্রচেষ্টার সঙ্গে আকরল্যান্ড মেটাভার্সের সংযোগ ঘটিয়ে আকরচেইন টেকনোলজি ও এনভায়রনমেন্টের প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করছে, যাতে এই পৃথিবী আরও বাসযোগ্য হয়ে উঠতে পারে।

আকরচেইন ডিজিটাল ফরেস্টে ১০০টি ডিজিটাল বৃক্ষ ক্রয়ের মাধ্যমে তাদের প্রকল্পের কাজ শুরু করেছে। এর লভ্যাংশ দেওয়া হচ্ছে ‘স্যাক্রেড জম্বুদ্বীপ ফাউন্ডেশন’কে। এইসব গাছ বাস্তবে রোপন করা হবে সেইস্থানে যেখানে বিগত ৪০ বছর ধরে ‘ফরেস্ট ম্যান’ গাছ বুনে চলেছেন। যারা ডিজিটাল ওয়ার্ল্ডে বৃক্ষের মালিকানা নেওয়ার এই প্রকল্পে যোগ দিচ্ছেন তারা বাস্তব পৃথিবীতে রোপিত সমমানের বৃক্ষের মালিকানা পাবেন এবং সেই গাছ যখন পূর্ণবয়স্ক হবে তখন তা থেকে আয় লাভ করতে সমর্থ হবেন।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *