কলকাতার নতুন ওয়েব সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

তারাশঙ্কর ব্যানার্জির উপন্যাস অবলম্বনে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় একটি পিরিয়ড ড্রামা ‘গণদেবতা’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। যেখানে দেবু পন্ডিত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। আছেন কিঞ্জল নন্দা, লোকনাথের মতো অভিনেতারা।

কমলেশ্বর কলকাতার দৈনিক আনন্দবাজারকে বলেন, চিত্রনাট্য এখনও চূড়ান্ত না হলেও অনেক কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

1940-এর দশকের গোড়ার দিকে প্রকাশিত ‘গণদেবতা’ ব্রিটিশ রাজ, তৎকালীন গ্রামীণ বাংলার পরিস্থিতি এবং শিল্প ব্যবস্থাকে তুলে ধরে। পরে তারাশঙ্কর রচিত ‘পঞ্চগ্রাম’ উপন্যাসটি ‘গণদেবতার’ অংশ হিসেবে বিবেচিত হয়।

কমলেশ্বর জানান, এই দুটি উপন্যাস অবলম্বনে তিনি ওয়েব সিরিজ তৈরি করছেন।
চঞ্চল চৌধুরীকে নিয়ে কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয় চঞ্চল এই চরিত্রে ভালো মানাবে। শক্তিশালী অভিনেতা ছাড়া এ চরিত্র করা সম্ভব নয়। এ নিয়ে চঞ্চলের সঙ্গে তাদের প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান পরিচালক।

বর্তমানে এই অভিনেতার সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়ে কথাবার্তা চলছে।
‘গণদেবতা’ সিরিজটি এখনও নামহীন নতুন ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

By Priyanka Bhowmick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *