আসামে বিশ্ব প্রতিবন্ধী দিবসে চাইল্ড হেল্প ফাউন্ডেশন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে

৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে  চাইল্ড হেল্প ফাউন্ডেশন বা সিএইচএফ এবং ফিলানট্রোর পক্ষ থেকে অসমের চাংসারি, আথিয়াবোইতে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসম- ভিত্তিক এনজিও বর্নীল প্রত্যাশা ফাউন্ডেশনের সহযোগিতা এই অনুষ্ঠানের আয়োজন করেছে চাইল্ড হেল্প ফাউন্ডেশন। এই অনুষ্ঠানের লক্ষ হল বিশেষভাবে-সক্ষম শিশুদের এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করা।

সিএইচএফ এবং এর ক্রাউডফান্ডিং অংশীদার ফিলানট্রো সমগ্র ভারতে শিশু এবং সুবিধাবঞ্চিতদের সাহায্য করার জন্য ইভেন্ট আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ৷ ফিলানট্রো একদিকে যেমন সিএইচএফকে কার্যক্রম বাস্তবায়নে সাহায্য করে তেমনি অপরদিকে এই ধরনের ইভেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্থান পরিচালনা করে একটি প্রধান ভূমিকা পালন করে। উল্লেখ্য,  ফিলান্ট্রো এবং বার্নিলপ্রত্যশা ফাউন্ডেশনের সাথে সহযোগিতার মাধ্যমে সিএইচএফ আথিয়াবোইতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে তারা প্রতিবন্ধীদের সমস্যাগুলির  সর্ব সমক্ষে তুলে ধরার চেষ্টা করে। 

চাইল্ড হেল্প ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সাজি ভার্গিস বলেন,  আমরা এই বিশেষ অনুষ্ঠানে বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরে গর্বিত।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *