ভারতে বৃহত্তম বাস নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনাকে বাস্তাবায়িত করতে এই গ্রীষ্মে ওয়ান স্টপ ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করতে অ্যাপে বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে ফ্লিপকার্টের ক্লিয়ারট্রিপ। সংস্থাটি দেশব্যাপী একাধিক রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন এবং বেসরকারি বাস অপারেটরদের সাথে অংশীদারিত্ব করেছে।
বাসে সীট বুকিং-এ নমনীয়তা এবং স্বচ্ছতার মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করবে। লঞ্চ অফারের অংশ হিসাবে, ব্যবহারকারীরা ৩১ মার্চ পর্যন্ত সমস্ত বাস বুকিং-এ ফ্ল্যাট ১০% ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ক্লিয়ারট্রিপের মার্কি আইপি-র এই প্রথম সংস্করণটি ব্যবহারকারীদের ঘোরার খরচ সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি দেয় ।
ক্লিয়ারট্রিপ-এর চিফ বিজনেস অফিসার প্রহ্লাদ কৃষ্ণমূর্তি বলেন, ব্যবহারকারীদের পছন্দের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে।