কর্মীদের ভ্যাক্সিনেশনের লক্ষ্যে সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল

এগ্রিকালচারাল ইকুইপমেন্ট ও কনস্ট্রাকশন ইকুইপমেন্টের নির্মাতা সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল তাদের সকল কারখানায় কোভিড-১৯ প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সেইসঙ্গে নিয়মিত স্যানিটাইজেশন তো রয়েছেই। কোম্পানির কর্মীদের সুস্থতা ও সুরক্ষার জন্য নিয়মিত সাবধানতামূলক ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে, যেমন (i) কোভিড সংক্রমণের ক্ষেত্রে কর্মীদের ও তাদের পরিবারের জন্য ইন্স্যুরেন্স, (ii) অ্যাপোলো হসপিটালসের সঙ্গে টাই-আপ, (iii) ডেডিকেটেড টাস্ক ফোর্স, (iv) অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহ করা ও (v) ৫০ শতাংশ উপস্থিতির নিয়ম মেনে চলা।  

সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ও সার্ক-এর কান্ট্রি ম্যানেজার রৌণক ভার্মা জানান, তারা সকল কর্মীদের যথাসম্ভব ভ্যাক্সিনেশনের ব্যবস্থা গ্রহণ করেছেন। পরবর্তীতে, নিরাপদ কাজের পরিবেশের স্বার্থে তাদের যেকোনও কারখানায় প্রবেশের ক্ষেত্রে ভ্যাক্সিনেশন বাধ্যতামূলক হবে। উল্লেখ্য, কোভিড-১৯ সিএসআর রিলিফ ইন্টারভেনশন-এর অঙ্গ হিসেবে সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল ১ লক্ষ সার্জিকাল মাস্ক, ৫০,০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ট্রাক্টর্স ও স্প্রেয়ার্সের ছয়টি সেট প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *