স্মার্ট টিভির জন্য কুকা’র কুলিটা ওএস

কুকা (স্মার্ট টিভি, সিস্টেম আর-অ্যান্ড-ডি ও কনটেন্ট অপারেটিং সিস্টেমের লিডিং প্রোভাইডার) তাদের ব্র্যান্ডের প্রথম সেলফ-ডেভেলপড স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম (ওএস) ‘কুলিটা ওএস’ লঞ্চ্‌ করল। আপাতত এটি পাওয়া যাবে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম-সহ সাউথ-ইস্ট এশিয়ার দেশগুলিতে।

লাইনাক্স কার্নেল ভিত্তিতে কুলিটা ওএস তৈরি করা হয়েছে। এটি একটি লাইট ওয়েব ওএস। লাইটার, স্মুথার ও কনভিনিয়েন্ট স্মার্ট টিভি এক্সপিরিয়েন্স প্রদানের জন্য কুলিটা ওএস ১.০-তে রাখা হয়েছে একাধিক এন্টারটেনমেন্ট অপশন ও অ্যাপ্লিকেশন। এতে কুকার টেকনোলজি সমৃদ্ধ এক্সক্লুসিভ সিসি কাস্ট থাকায় ব্যবহারকারীগণ কোনও ইন্টারনেট বা ওয়াই-ফাই কানেকশন ছাড়াই কোনও কনটেন্টকে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে টিভি স্ক্রিনে নিতে পারেন, যেজন্য শুধু টিভি থেকে লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) সঙ্গে যুক্ত করতে হবে।

কুলিটা ওএস ১.০ যুক্ত বিশ্বের প্রথম স্মার্ট টিভি হিসেবে কুকাএনেছে এস৩ইউ প্রো টিভি। এতে রয়েছে ৩২ ইঞ্চি ডাইরেক্ট ভিউ এলইডি স্ক্রিন, ১৬:৯ স্ক্রিন রেশিয়ো এবং পাঁচটি পিকচার মোড (স্ট্যান্ডার্ড, ভিভিড, গেম, মুভি ও স্পোর্টস)। ১৪,৯৯৯ টাকায় কুকা এস৩ইউ প্রো ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। বিশেষ প্রারম্ভিক মূল্য ১২,৯৯৯ টাকায় ৪ থেকে ৬ সেপ্টেম্বর অবধি ফ্লিপকার্টে কুচা এস৩ইউ প্রো পাওয়া যাবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *