বাবা হতে চলেছেন ম্যাক্সওয়েল এবং মা হতে ছলেছেন তার স্ত্রী ভিনি রমন। সম্পূর্ণ তামিল রীতিতে সাধ অনুষ্ঠান পালন করল দম্পতি। অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন সম্প্রতি ঐতিহ্যবাহী ভারতীয় পরম্পরা মেনে একটি বেবি সাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
ম্যাক্সওয়েল এবং তাঁর স্ত্রী ভিনি মে মাসে ঘোষণা করেছিলেন যে, তাঁরা বাবা-মা হতে চলেছেন। তখন তাঁরা জানিয়েছিলেন যে সেপ্টেম্বরে একটি পুত্র সন্তানের প্রত্যাশা করছেন তাঁরা। এই জুটি ২০২২ সালের ২৭ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁরা হিন্দু এবং খ্রিস্টান উভয় রীতি মেনেই বিয়ে করেছিলেন। ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রামন নিজে তামিল যে কারণে ঐতিহ্যবাহী তামিল রীতিতেই তাঁর সাধ বা বেবি সাওয়ার অনুষ্ঠানটি হয়েছিল।
ভিনি ভালাইকাপ্পু অনুষ্ঠান এবং চুড়ি অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন। যে ছবি রীতিমতোভিনি জানিয়েছেন তাঁর মা হওয়ার পথ সহজ ছিল না। কারণ বহু সমস্যা কাটিয়ে তবেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। যে কারণে তাঁদের প্রথম সন্তানকে রেনবো বেবি বলেছেন ভিনি। সাধারণত যে সকল দম্পতি সন্তান ধারণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাঁদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। মৃত সন্তানের জন্ম, সদ্যোজাত শিশুর মৃত্যু, মিসক্যারেজের মতো ঘটনার পরে যখন সুস্থ সন্তানের জন্ম হয়, তখন ওই শিশুকে রেনবো বেবি বলা হয়। তাঁরা সকলেই শুভকামনা এবং ভালোবাসা জানিয়েছেন।