কোভিড ভ্যাক্সিনেশন রেজিস্ট্রেশনের উদ্যোগ

ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের অধীন কমন সার্ভিসেস সেন্টার (সিএসসি) হাত মেলালো ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের সঙ্গে। এর উদ্দেশ্য হল অসহায় অবস্থার নাগরিকরা যেন কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে সক্ষম হন।

সিএসসি’র সিএসআর ও এডুকেশন শাখা সিএসসি অ্যাকাডেমি ভ্যাক্সিনেশনের জন্য রেজিস্ট্রেশনের ব্যাপারে দেশের এক মিলিয়ন মানুষকে সহযোগিতা করবে ভিলেজ লেভেল এন্টারপ্রিনারদের (ভিএলই) মাধ্যমে। ভিএলই-গুলি বয়স্ক মানুষ, বস্তিবাসী, দিনমজুর প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের অসহায় মানুষজনকে চিহ্নিত করে তাদের কাছে পৌঁছে যাবে। যারা কোনওরকম সুবিধাভোগী নন, ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার করেন না অথবা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে জানেন না এমন নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। ভিএলই-গুলি নাগরিকদের নাম সরাসরি কোউইন অ্যাপে নথিভুক্ত করবে এবং ভ্যাক্সিনেশনের দিনক্ষণ স্থির করবে।

উল্লেখ্য, সিএসসি অ্যাকাডেমির সঙ্গে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের সম্পর্ক দীর্ঘদিনের। ফিনান্সিয়াল ও ডিজিটাল লিটারেসি’র সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য তারা ৩০টি মোবাইল ভ্যান চালু করতে সহযোগিতা করেছে। গতবছর থেকে ওইসব মোবাইল ভ্যানগুলিকে কোভিড-১৯ সংক্রান্ত আচরণবিধি প্রচারের জন্য ও ড্রাই রেশন বিতরণের জন্য কাজে লাগানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *