‘সোনাদা’-খ্যাত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’ টিজ়ার প্রকাশ্যে আসার পর ছবি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী।
লেখক রাজকুমার মৈত্র বললেন, ‘‘এখনও পর্যন্ত যে চারটে ছবি করেছি, সেখানে আমি বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি অথবা হারিয়ে যাওয়া মানুষকে খোঁজার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই এই ছবি।’’ কথা প্রসঙ্গেই ধ্রুব বললেন, সত্তরের দশকে বগলা মামা চরিত্রটি পাঠকদের কাছে বিপুল জনপ্রিয়তা পায়।
আশির দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে বাঙালির হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে তুলে ধরবে বগলা মামা চরিত্রটি। এই চরিত্রটিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। মধুজা ভালবাসে কেবুকে এই দুটি চরিত্রতে রয়েছেন দিতিপ্রিয়া রায় ও ঋদ্ধি সেন । ছবিতে খল চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত।ছবিতে তিনি ফেলু আচার্য স্থানীয় ‘ডন’। কিন্তু মূল্যবোধ এবং লড়াইয়ের মাধ্যমেই সমাজে তিনি নিজের কাঙ্ক্ষিত জায়গা আদায় করে নিতে সে বদ্ধপরিকর। হারিয়ে যাওয়া এক মিষ্টি সময়ের প্রতীক কৃষ্ণা।এই চরিত্রে রয়েছেন অপরাজিতা আ়ঢ্য। বগলা, মেজ কাকা চরিত্রে কৌশিক সেন এবং কষ্ণার ত্রিকোণ প্রেমের ইঙ্গিত ছবির অন্যতম আকর্ষণ। পাশাপাশি বগলা এবং মেজ কাকার টক-ঝাল-মিষ্টি সম্পর্কও ছবির বিশেষ অংশ। কেবুর ছোট কাকা বিজ্ঞানী এবং বগলার প্রতি তাঁর পূর্ণ সমর্থন। কেবুর মার চরিত্রে রয়েছেন রেশমি সেন। বগলাকে তিনি নিজের ভাইয়ের মতোই