ছবি আঁকলেই মৃত্যু! টোটার নতুন ওয়েব সিরিজ় ‘পিকাসো’

পলাশ মুখোপাধ্যায় একজোন স্বনামধন্য চিত্রশিল্পী ।পরিচিতরা তাঁকে ডাকেন ‘পিকাসো’ নামে। জানা যায়, ওই শিল্পী দু’জন ব্যক্তির ছবি আঁকার পর তাঁরা মারা গিয়েছেন। খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে চায় সাংবাদিক শ্রেয়া। এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কী কারণ লুকিয়ে রয়েছে বা পিকাসো কি নির্দোষ— এ ধরণের কিছু প্রশ্নকে সামনে রেখে পরিচালক রাজা চন্দ তাঁর নতুন ওয়েব সিরিজ় তৈরি করেছেন। ‘পিকাসো’ নামের এই সিরিজ়ের ফার্স্টলুক প্রকাশ্যে এল মঙ্গলবার।

সিরিজ়ে রহস্যময় চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, সৃজলা গুহ, রোজ়া পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী এবং কাব্যা ভৌমিক। পরিচালক রাজা চন্দ বললেন, ‘‘ছাত্রাবস্থা থেকেই পাবলো পিকাসো নামটা আমাকে আকর্ষণ করত। তার পর তাঁর নামাঙ্কিত একটা থ্রিলারে কাজ করে খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, দর্শকদেরও এই গল্পটা পছন্দ হবে।’’

পরিচালকের সঙ্গে এই প্রথম কাজ করলেন টোটা রায়চৌধুরী।তবে নিজের চরিত্র নিয়ে এখনই খুব একটা খোলসা করতে চাইলেন না তিনি। বললেন, ‘‘চিত্রশিল্পীর চরিত্র আগেও করেছি। কিন্তু এই চরিত্রে অনেকগুলো স্তর লুকিয়ে রয়েছে। আমি চাই চরিত্রটাকে দর্শকরা সিরিজ় দেখতে দেখতে আবিষ্কার করুন।’’‘পিকাসো’-ওয়েব সিরিজের চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক। সঙ্গীত পরিচালনায় অভিষেক এবং রাজপুত্র। সম্প্রতি ‘নিখোঁজ’ ওয়েব সিরিজ়ে টোটার অভিনয় দর্শক দেখেছেন এবং পছন্দ করেছেন। এ বার এই সিরিজ়ে তিনি কতটা দর্শকদের মন জয় করতে পারেন, দেখা যাক।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *