বাংলা ছবির জগতের কয়েকজন সেরা অভিনেত্রীর নাম বললেই উঠে আসে দেবশ্রী রায়ের নাম। মূলধারার ছবি থেকে আর্ট ফিল্ম, সর্বত্রই তিনি সাবলিল।এবার তিনি হাজির ওয়েব প্ল্যাটফর্মে।ওয়েব ডেব্যু করছেন তিনি। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’ আসছে হইচই প্ল্যাটফর্মে। পরিচালনার দায়িত্বে সৌরভ চক্রবর্তী।
দেবশ্রীর চরিত্রের নাম সুচরিতা লাহিড়ী। জীবনেরপঞ্চাশ বছর পেরিয়েছেন সুচরিতা। সংসার, সন্তান, পরিবার সামলে এবার তাঁর পরিবারের অন্তর্নিহিতদ্বন্দ্ব তাঁকে নিজের পরিচয় এবং মর্যাদা সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। কেমিস্ট্রির প্রতি বরাবরই ভালোবাসা সুচরিতার। এবার ‘কেমিস্ট্রি মাসি’ নামে একটি অনলাইন চ্যানেল খুলে একাদশ, দ্বাদশের পাঠক্রম সহজ ভাষায় পড়াতে শুরু করে সে। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে।তাঁর জনপ্রিয়তা একটি অন্ধকার মোড় নেয় যখন তাঁর প্রস্তাবিত প্রশ্নগুলি কাকতালীয়ভাবে একটি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় এবংতার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধেও লড়তে হয় তাকে। বদলে যায় সুচরিতার জীবন।
নতুন এই কাজ সম্পর্কে দেবশ্রী বলেন, ‘দীর্ঘদিন পরে এই কাজটার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোটা আমার কাছে টাটকা হাওয়ার মতো ছিল। হ্যাঁ, মিডিয়ামটা আলাদা। বড়পর্দা নয়, ওটিটি। একটি নতুন অভিজ্ঞতা। প্রথম দিকে নার্ভাস ছিলাম। কিন্তু পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই ভালো।’