ডেটল হাইজিন অলিম্পিয়াড: দেশের বৃহত্তম হাইজিন অলিম্পিয়াড

বিশ্বের অগ্রণী ‘কনজিউমার হেলথ অ্যান্ড হাইজিন কোম্পানি’ রেকিট তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ডেটল বনেগা স্বস্থ ইন্ডিয়া’র অধীনে লঞ্চ করল ভারতের প্রথম ও বৃহত্তম হাইজিন অলিম্পিয়াড – ডেটল হাইজিন অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডের মাধ্যমে ২৪ মিলিয়ন শিশুর কাছে পৌঁছানো সম্ভব হবে এবং হাইজিন বিষয়ে তাদের যুক্তি, বিশ্লেষণ ও সমস্যা-সমাধান সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি হবে।

ডেটল হাইজিন অলিম্পিয়াড পরিচালনা করতে সাহায্য করবে ডেটল স্কুল হাইজিন প্রোগ্রামের আউটরিচ পার্টনারগণ: প্ল্যান ইন্ডিয়া, সিসেম ওয়ার্কশপ ইন্ডিয়া, গ্রামালয়া, অ্যাপোলো ফাউন্ডেশন, অমর জ্যোতি যুবক সংঘ, মমতা এইচআইএমসি, বালিপাড়া ফাউন্ডেশন, জাগরণ ও গ্লোবাল ইন্টারফেইথ ওয়াশ অ্যালায়েন্স, আর্নস্ট অ্যান্ড ইয়ং এলএলপি (ইওয়াই), ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডে ৫ থেকে ১৫ বছর বয়সীরা অংশ নিতে পারবে।

ডেটল হাইজিন অলিম্পিয়াড অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ঘটিয়ে ‘হাইজিন লিটারেসি গ্যাপ’ হ্রাস করবে এবং হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলবে। সেইসঙ্গে, ‘স্কুল অ্যাবসেন্টিজম’ কমাবে ও ‘প্রো-হাইজিন বিহেভিয়র’ বৃদ্ধি করবে। ডেটল হাইজিন অলিম্পিয়াড ‘হাইজিন চ্যাম্পিয়ন/ লিডার’ চিহ্নিতকরণ করবে, যারা স্কুল ও জেলায় ‘গুড হাইজিন’-এর স্বপক্ষে কাজ করবে। পরীক্ষা শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর, যা অনলাইন বা অফলাইনে দেওয়া যাবে। বিজয়ীদের সংবর্ধনা জানানো হবে ২ অক্টোবর।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *