কোভিডের দ্বিতীয় ধাক্কায় টলমল গোটা দেশ। চারিদিকে বিভিষিকাময় চিত্র। রাজ্যের অবস্থায় সঙ্গিন। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে এর আগেও বহুবার তিনি প্রমাণ করেছেন সাধারণ মানুষের সাহায্যে তাদের পাশে তিনি আছেন। এবার করোনায় মৃতদের দেহ সৎকারের জন্য বিশেষ উদ্যোগ নিলেন অভিনেতা সাংসদ দেব। নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের লোকালয় থেকে দূরে শ্মশান তৈরি করার কাজ শুরু হয়েছে দেবের উদ্যোগে। যেখানে সুরক্ষাবিধি মেনে কোভিডের ফলে মৃতদের দেহ সৎকার করা যাবে। ঘাটালের বেশিরভাগ শ্মশান লোকালয়ের মধ্যে।
তাই কোভিডের ফলে মৃতদের দেহ সৎকারে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ ছিল অনেকের। অভিযোগ পেয়েই তৎপর হন সাংসদ দেব। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঠিক করেন লোকালয়ের বাইরে কোনও সুরক্ষিত স্থানে কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারে জন্য শ্মশান তৈরি করা হবে। করোনা মোকাবিলার জন্য ঘাটালে ইতিমধ্যেই সেফ হোম তৈরি করেছেন দেব। নিজের ডেবরার অফিসটিকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করেছেন। চালু করেছেন বিশেষ হেল্পলাইন নম্বর। কমিউনিটি কিচেন শুরু করেছেন। আবার ঘাটালের করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছেন।