ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক ৯ এপ্রিল পর্যন্ত

ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক (৬-৯ এপ্রিল) শুরু হয়েছে কেরালার কোট্টায়াম জেলার কুমারাকমে। এই বৈঠকে ‘ডেটা ডেভেলপমেন্ট’ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন বিভিন্ন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থাসমূহ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও সিভিল সোসাইটির বক্তাগণ। জি২০ সদস্য দেশ, আমন্ত্রিত ৯টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক হয়েছিল মুম্বইয়ে, গতবছরের ডিসেম্বরে।

প্রথম দিনের বৈঠকে চারটি অধিবেশনে একটি প্যানেল ডিসকাশন হয়েছে। প্রথম ও দ্বিতীয় প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয় ছিল ‘ডেটা ফর ডেভেলপমেন্ট’, তৃতীয় প্যানেল আলোচনা হয় ‘গ্রিন এডিশন – আ কম্প্রিহেন্সিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ’ বিষয়ে ও চতুর্থ প্যানেলের আলোচ্য বিষয় ছিল ‘লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সিম্পলি গ্রিন চেঞ্জ’। উদ্বোধনী অধিবেশনে ‘ডেটা ফর ডেভেলপমেন্ট’ নিয়ে আলোচনায় যোগ দেন জি২০ সেক্রেটারিয়েটের ডেটা ওয়ার্কিং গ্রুপের জয়েন্ট সেক্রেটারি ও কো-চেয়ার নাগরাজ নাইডু। পাশাপাশি, প্রতিনিধিদের জন্য ‘ডেটা ফর ডেভেলপমেন্ট’ ‘লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সিম্পলি গ্রিন চেঞ্জ’ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

কুমারাকমে অনুষ্ঠিত বৈঠকে ভারত প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে। ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বৈঠকের সূচনা করছেন বিদেশ বিষয়ক মন্ত্রকের সচিব (ইকোনমিক রিলেসন্স) দাম্মু রভি। ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলাকালীন ভারতের ডিডব্লিউজি কো-চেয়ারম্যান কেকে নাগরাজ নাইডু ও ইনাম গাম্ভির জি২০ প্রতিনিধি ও অতিথিদের সঙ্গে পারষ্পরিক সম্পর্ক বিষয়ে একাধিক আলোচনায় অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *