ত্রিপুরার ধর্মনগরে নতুন সাব-স্টেশন

উত্তর ত্রিপুরার ধর্মনগর ও কুমারঘাট জেলায় আজাদীকামহোৎসব-এর অঙ্গ হিসেবে পাওয়ার সাব-স্টেশন উদ্বোধন করলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরার জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে ও ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রোজেক্টগুলি রূপায়নের ফলে রাজস্ব বৃদ্ধি পাবে। সেইসঙ্গে, লোডশেডিং ও এটি-অ্যান্ড-সি লোকসানের বহর হ্রাস পাবে, ফলে ত্রিপুরার নাগরিকদের উপকার হবে। প্রসঙ্গত, পাওয়ার মিনিস্ট্রির মাধ্যমে ভারত সরকার মোট প্রোজেক্ট কস্টের ৮৫ শতাংশ বহন করছে।

ধর্মনগর সাব-স্টেশনের মোট প্রোজেক্ট কস্ট হল ৭.১৮ কোটি টাকা এবং বেনেফিসিয়ারির সংখ্যা ১১২৮৭। অন্যদিকে, কুমারঘাট সাব-স্টেশনের মোট প্রোজেক্ট কস্ট ৭.০৯ কোটি টাকা এবং এর দ্বারা উপকৃত মানুষের সংখ্যা ৮৮৯৭। উল্লেখ্য, আইপিডিএস স্কিম বাস্তবায়নের নোডাল এজেন্সি হল পাওয়ার মিনিস্ট্রির নিয়ন্ত্রনাধীন অন্যতম নবরত্ন পিএসইউ’পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *