ওয়েব সিরিজ “তাজ- ডিভাইডেড বাই ব্লাড সিরিজ”-এ ধর্মেন্দ্র

এক ঝলক দেখে মনে হবে বুঝি কোনও পীর বাবা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে না, ইনি কোনও পীর নন বরং বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁকে আগামী হিন্দি সিরিজে ভারতের ইতিহাসের অন্যতম উজ্জ্বল চরিত্র সেলিম চিশতির চরিত্রে দেখা যেতে চলেছে। আর সেই কারণেই তাঁর এই বিশেষ সাজ।জি ফাইভের আগামী ওয়েব সিরিজ তাজ- ডিভাইডেড বাই ব্লাড সিরিজে বলি পাড়ার একাধিক প্রবাদপ্রতীম অভিনেতাদের দেখা যাবে। থাকবেন নাসিরউদ্দিন শাহ, ধর্মেন্দ্র, প্রমুখ।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি এই ওটিটি প্ল্যাটফর্মের তরফে এই সিরিজের কথা ঘোষণা করা হয়।তাজ- ডিভাইডেড বাই ব্লাড সিরিজটির প্রযোজনা করছে কন্টিলো ডিজিটাল। মুঘল সাম্রাজ্যের ভিতরের কাহিনি, সিংহাসনের জন্য লড়াই সহ নানা কথা এখানে উঠে আসবে। এই সিরিজেই সেলিম চিশতির চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে। আকবর হিসেবে দেখা যাবে নাসিরউদ্দিনকে যিনি কিনা তাঁর যোগ্য উত্তরসূরিকে খুঁজছেন।এই মহান সাম্রাজ্যের যে ওঠা পড়া, সৌন্দর্য, কালো দিক রয়েছে সবটাই এই নতুন সিরিজে ধরা পড়বে। তাঁদের যে শিল্পকলা, কবিতা, ইত্যাদির প্রতি টান, ভালোবাসা ছিল, তাঁরা যে যে কাজ করে গিয়েছেন সেটাও এখানে উঠে আসবে। ক্ষমতার লোভে পরিবারের মধ্যে যে ঠাণ্ডা যুদ্ধ, হিংস্র সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলোকেও এক এক ফুটিয়ে তোলা হবে এই আসন্ন সিরিজে।

বুধবার ধর্মেন্দ্র তাঁর এই ছবির লুক টুইটারে পোস্ট করে লেখেন, ‘বন্ধুগন আমি শেখ সেলিম চিশতির চরিত্রে অভিনয় করছি তাজ ছবিতে। উনি একজন সুফি সাধক ছিলেন। একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। আপনাদের শুভ কামনা পাথেয়।’এখানে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অদিতি রাও হায়দারিকে। তিনি আনারকলির চরিত্রে অভিনয় করবেন। অসীম গুলাটি থাকবেন প্রিন্স সেলিমের ভূমিকায়। এছাড়া অন্যান্য ভূমিকায় দেখা যাবে তাহা শাহ, শুভম কুমার মেহরা, সান্ধ্য মৃদুল, প্রমুখকে।

By sonali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *