না ফেরার দেশে পরিচালক প্রদীপ সরকার

দুঃখ সংবাদ, আচমকাই না ফেরার দেশে পরিচালক৷ প্রয়াত ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর৷ পরিচালক হনসল মেহতা টুইট করে প্রথম এই খবরটি দেন। লেখেন, “প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি কামনা করিনি।”

বিজ্ঞাপনের মাধ্যমেই কেরিয়ার শুরু করেছিলেন প্রদীপ সরকার৷ পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রেখেছিলেন এই বাঙালি পরিচালক৷ বাঙালি হলেও, তাঁর কাজের ক্ষেত্র ছিল মুম্বই৷ ২০০৫ সালে বিধু বিনোদ চোপড়ার প্রোডাকশনে তৈরি হয় ‘পরিণীতা’৷ ওই ছবি দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ২০০৭ সালে ‘লগা চুনরি মে দাগ’ দর্শকদের মন দাগ কেটে যায়। এর পর ‘লাফাংগে পরিন্দে’ (২০১০) এবং ‘মর্দানি’ (২০১৪)-র মতো ছবিতেও সাড়া ফেলেছিলেন প্রদীপ৷

কাজল ও ঋদ্ধি সেন অভিনীত ‘হেলিকপ্টার এলা’ই তাঁর পরিচালিত শেষ ছবি। কঙ্গনাকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক তৈরি করার কথা ছিল প্রদীপের। সেই স্বপ্ন অধরাই থেকে গেল৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। কিডনি ডায়ালিসিস করা হচ্ছিল৷ তবুও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমতে থাকে। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল৷ তবে শেষরক্ষা হল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *