সাজিদ খান বলিউডের জনপ্রিয় পরিচালক। বলিউডে ‘হাউসফুল’, ‘হিম্মতওয়ালা’, ‘হে বেবি’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। 2018 সালে মি টু ক্যাম্পেইনের অধীনে নারীদের শোষণের অভিযোগ আনার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়।
এই অভিযোগের কারণে সাজিদ কাজ পাওয়া বন্ধ করে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাত্কারে সাজিদ খান প্রকাশ করেছিলেন যে বিষণ্ণতার কারণে তিনি বহুবার আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন।
তিনি বলেন, “গত 6 বছরে আমার অনেকবার আত্মহত্যার চিন্তা এসেছে। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন থেকে অনুমোদন পাওয়ার পরও আমাকে কাজ দেওয়া হচ্ছে না। আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আয়ের অভাবে আমাকে বাড়ি বিক্রি করতে হয়েছে। আমি ভাড়ার ফ্ল্যাটে থাকি।”