কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ‘মানবজমিন’-এর হাত ধরে পরিচালনায় হাতেখড়ি। নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবির কথা ঘোষণা করলেন পরিচালক শ্রীজাত।‘অটোগ্রাফ’ ছবির জন্য শ্রীজাত গানের শব্দ লিখেছিলেন ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। সেই গানের সুর দিয়েছিলেন দেবজ্যোতি মিশ্র।
এবার তাঁরই লেখা গানের অনুসরণে ছবির নাম ঠিক হয়েছে ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। প্রযোজনায় আছেন রানা সরকার।নতুন ছবিতে জুটি হিসাবে দেখা যাবে সোহিনী সরকার এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। কলেজস্ট্রিট বইপাড়া, ট্রামলাইনকে ঘিরে ছবির গল্প বুনেছেন পরিচালক।
ছবির কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। এই ছবিতে ট্রামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবির চিত্রনাট্যে একজন কবির জীবনও ওতপ্রোতভাবে জড়িয়ে।এখনও ছবির বেশ কিছু কাস্টিংয়ের নাম চূড়ান্ত হয়নি। ২০২৩ –এর মাঝামাঝি থেকে শুরু হবে ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর শ্যুটিং।