অ্যালার্জি এক কষ্টকর সমস্যা। অ্যালার্জি নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা খুবই কঠিন। বিশ্বের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ এক বা একাধিক অ্যালার্জির সমস্যায় ভুগছেন। ফুড, স্কিন ও রেসপিরেটরি অ্যালার্জির ফলে নানা বাধানিষেধের কারণে সুস্থভাবে থাকা সহজ নয়। পদ্মশ্রী প্রাপক ও ডাঃ বাত্রা’স হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ডাঃ মুকেশ বাত্রার মতে, অ্যালার্জির চিকিৎসায় হোমিয়োপ্যাথির কার্যকারিতা প্রমাণিত। তিনি জানান, ৩৫ বছরের বেশি সময় ধরে তারা স্বাভাবিক পদ্ধতিতে অ্যালার্জির চিকিৎসা করে আসছেন এবং হোমিয়োপ্যাথি যে সত্যিই কার্যকর তার প্রমাণ ৬৫,০০০ সুস্থ রোগী। ভাল ফলের জন্য তাদের অ্যালার্জি স্পেশালিস্ট টিম চিকিৎসার একটি সুসংহত পদ্ধতি অবলম্বন করে চলেছে, যা রোগীদের দ্রুত ও বেদনাহীনভাবে এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন উপায়ে অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি দেয়। অ্যালার্জির চিকিৎসায় তাদের আধুনিক বিজ্ঞানসম্মত অ্যালারগন বেশ কার্যকর।
৩ সেপ্টেম্বর থেকে অ্যালার্জির রোগীরা এক সহজ ‘সিঙ্গল প্রিক টেস্ট’-এর মাধ্যমে সঠিক ও বিজ্ঞানসম্মতভাবে ৪৫টিরও বেশি খাদ্যভিত্তিক অ্যালারজেন নির্ণয় করাতে পারবেন। ডাঃ বাত্রা’স অ্যালারগনের লঞ্চ্ উপলক্ষে ১৫ শতাংশ প্রারম্ভিক ছাড় দেওয়া হবে রোগীদের।