ডঃ রীতা চৌধুরীর সাহিত্য ওডিসি “জিরো আওয়ার” বাংলাদেশে চালু হয়েছে

সাহিত্য অকাদেমি সম্মাননা বিজয়ী ও প্রখ্যাত লেখিকা ডক্টর রীতা চৌধুরীকে বাংলাদেশে স্বাগত জানানো হয়েছে। বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রিত ড. চৌধুরী ১৯ থেকে ২৩ এপ্রিল ঢাকায় ধারাবাহিক অনুষ্ঠানে অংশ নেবেন, যা একটি উল্লেখযোগ্য সাহিত্যিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।এই আমন্ত্রণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ড. চৌধুরীর সর্বাধুনিক সাহিত্য উপহার ‘জিরো আওয়ার’কে ঘিরে প্রত্যাশা, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মর্মস্পর্শী আখ্যানকে তুলে ধরে।

মূলত বাংলা ভাষায় রচিত উপন্যাসটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, সীমানা পেরিয়ে পাঠকদের কাছে গভীরভাবে অনুরণিত হয়েছে। ‘জিরো আওয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ হাছান মাহমুদ। বাংলা একাডেমি বাংলাদেশের মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা, ক্র্যাক প্লাটুন লিডার বীরপ্রতীক হাবিবুল আলমের মতো বিশিষ্ট ব্যক্তিরা এই আয়োজনের তাৎপর্যকে আরও সমৃদ্ধ করেছেন।

বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরে ড. চৌধুরী আন্তরিক অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার একটি আবেগপূর্ণ বন্ধন রয়েছে, যা আমাদের ইতিহাসের অভিন্ন অভিজ্ঞতার ওপর নিহিত। ‘জিরো আওয়ার’-এর মাধ্যমে আমি সেই মুহূর্তগুলোকে সম্মান জানাতে এবং বাংলাদেশের চেতনার দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *