যোগেশ জানান, নিউরো সমস্যা সম্বন্ধে এখনও সচেতনতার অভাব রয়েছে, যার কারণে রোগীরা দেরিতে ডাক্তারের কাছে পৌঁছায়, এমন পরিস্থিতিতে রোগী এবং চিকিৎসক উভয়ের জন্যই সমস্যা জটিল হয়ে ওঠে। রোগী সম্পর্কিত ব্যবস্থাপক নিরুপম রায় জানিয়েছেন ডঃ যোগেশ দিনহাটা রোড, মোড়াপোড়া চোপথীর কাছে কেয়ার ফার্মাতে শনিবার ২৮শে আগস্ট রোগী দেখবেন। অসুস্থতার সম্ভাবনা থাকলে দেরি করবেন না, বরং ডাক্তারের পরামর্শ নিন। নিউরো সম্পর্কিত রোগে ডাক্তারের সাথে সময়মত যোগাযোগ রোগীদের কষ্ট কমাতে ও নিরাময়ে বিশেষ জরুরী। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে এখন রোগ নির্ণয় অনেক সহজ হয়েছে। সম্প্রতি, ডঃ যোগেশ মস্তিষ্কজনিত অ্যানিউরিজমের রোগীদের জীবন বাঁচিয়ে বিহারে অনেক খ্যাতি অর্জন করেছেন।
মেডিভার্সাল হাসপাতালের সিইও ও এমডি রজত শুভ্র মজুমদার জানান, মেডিভার্সাল গ্রুপের লক্ষ্য পূর্ব ভারতের দ্রুত বর্ধনশীল টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা, যেখানে বড় সংখ্যক জনগন টাকা খরচ করেও যথাযথ স্বাস্থ্য পরিষেবা উপভোগ করতে পারেন না।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 7501452861, 9064251668