অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস একটি ‘গেম অফ স্কিল’

সম্প্রতি একটি স্পেশাল লিভ পিটিশনে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাটের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বলা হয়েছিল তা কোনও ‘গেম অফ স্কিল’ নয়। গত ৩০শে জুলাই এক নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট ওই স্পেশাল লিভ পিটিশন বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট, বম্বে হাই কোর্ট এবং রাজস্থান হাই কোর্টের রায় ফের মান্যতা পেল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাট আইনগত বৈধতা অর্জন করল। এর আগে, একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আনা হলে রাজস্থান হাই কোর্ট তা গ্রহণ না করে জানিয়ে দিয়েছিল, পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট ও বম্বে হাই কোর্টের নির্দেশ অনুসারে গ্যাম্বলিংয়ের অভিযোগের নিষ্পত্তি হয়ে গেছে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাট আবার আইনগত বৈধতার স্বীকৃতি পেয়ে গেল।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *