ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগ

বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলস (বিবিএফএস) রেসিডেন্সিয়াল অ্যাকাডেমির সঙ্গে হাতমিলিয়ে ড্রিম স্পোর্টস ফাউন্ডেশন (ডিএসএফ) ‘ডেয়ার টু ড্রিম’ ইনিশিয়েটিভ লঞ্চ্‌ করল। এর উদ্দেশ্য, ৬ জন প্রতিভাসম্পন্ন তরুণ ফুটবলারকে সাহায্য করা। বিবিএফএস-এর সহযোগী সংস্থা ইন্ডিয়ান ফুটবল ফাউন্ডেশনের নেতৃত্ত্বে ১২ থেকে ১৭ বছর বয়সী এই ফুটবলাররা এসেছেন মণিপুর, মেঘালয় ও উত্তরাখন্ড থেকে। ডিএসএফ তাদের প্রশিক্ষণ ছাড়াও আগামী একবছর ধরে শিক্ষা, পরিচর্যা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়তা জুগিয়ে যাবে।

শিক্ষার্থীদের পেশাদার ফুটবল খেলোয়াড় হয়ে গড়ে উঠতে সাহায্য করার জন্য বিবিএফএস রেসিডেন্সিয়াল অ্যাকাডেমির চারটি ক্যাম্পাস রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এনসিআর ও কেরালায়। সম্প্রতি, ইম্ফলের ছয় জন সম্ভাবনাযুক্ত মহিলা বক্সারকে প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তা জোগাতে মেরি কম রিজিয়োনাল বক্সিং ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছে ড্রিম স্পোর্টস ফাউন্ডেশন। ডিএসএফ খেলার জগতের প্রায় ৪৫০০ জনকে ‘ব্যাক অন ট্র্যাক’ প্রোগ্রামের আওতায় কোভিড-১৯ অতিমারি চলাকালীন সহায়তা জুগিয়েছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *