যাত্রী সুরক্ষায় আপোষহীন ডিআরআইএল

ডিআরআইএল(দামোদর রোপওয়ে এবং ইনফ্রা লিমিটেড) হল ভারতের বৃহত্তম রোপওয়ে কোম্পানি। শুধু ভারতই নয় ডিআরআইএল এশিয়ার অগ্রগণ্য রোপওয়ে কোম্পানি গুলোর মধ্যে অন্যতম। ১৯৭৪ সাল থেকে তারা এই রোপওয়ে ব্যবসার সঙ্গে যুক্ত। কোম্পানির তরফ থেকে তাদের বিরুদ্ধে আনা নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, যাত্রী সুরক্ষায় তারা আজ পর্যন্ত কখনো কোন আপোষ করেনি। যেখানে অন্যান্য কোম্পানির তৈরি রোপওয়ে অধিকাংশ ক্ষেত্রেই মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয় সেখানে কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে ৪৫ বছরেরও বেশি সময় ধরে ডিআরআইএল-এর রেকর্ড দুর্ঘটনামুক্ত।

সাম্প্রতিক বছরগুলিতে ডিআরআইএল, গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর ওপর অত্যাধুনিক রোপওয়ে নির্মাণ করেছে। এছাড়া ২.8 কিলোমিটার জুড়ে যমজ রোপওয়ে নির্মাণের মতো একাধিক  প্রকল্পও তারা সফলভাবে সম্পন্ন করেছে। উল্লেখ্য, ডিআরআইএল ভারতের বৃহত্তম রোপওয়ে কোম্পানি এবং তারা  সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী রোপওয়ে স্থাপন করেছে।

ভারতে যাত্রী রোপওয়ে যা ডিআরআইএল দ্বারা ইনস্টল করা হয়েছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে সেগুলি হল- গ্যাংটক রোপওয়ে (সিকিম), গুয়াহাটি রোপওয়ে (অসম), সায়েন্স সিটি রোপওয়ে (কলকাতা, পশ্চিমবঙ্গ), অমরাবতী পার্ক রোপওয়ে (দিঘা, পশ্চিমবঙ্গ), বৈষ্ণো দেবী রোপওয়ে এবং জম্মু রোপওয়ে (জম্মু ও কাশ্মীর) ইত্যাদি।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *