ডিএসপি ইনভেস্টমেন্ট মানেজার্স লঞ্চ্ করল নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইনডেক্স-ভিত্তিক প্রথম প্যাসিভ প্রোডাক্ট – ডিএসপি নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইটিএফ। ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এটি হল প্রথম প্যাসিভ প্রোডাক্ট। পাশাপাশি আনা হয়েছে ডিএসপি নিফটি ৫০ ইটিএফ।ডিএসপি ইনভেস্টমেন্ট মানেজার্স-এর এই নতুন ইটিএফ অফার বিনিয়োগকারীদের কোয়ালিটি মিডক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করার সুযোগ দেবে, যাতে ‘হায়ার প্রফিটাবিলিটি’, ‘লোয়ার লিভারেজ’ ও অপেক্ষাকৃত ‘স্টেবল আর্নিং’য়ের সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় প্রোডাক্ট ‘ডিএসপি নিফটি ৫০ ইটিএফ’ ইনভেস্ট করবে নিফটি ৫০ ইনডেক্সের ৫০টি কোম্পানিতেই। উভয় ইটিএফ-এর নতুন ফান্ড অফার (এনএফও) সাবস্ক্রিপশনের জন্য খুলছে ৬ ডিসেম্বর ও বন্ধ হচ্ছে ১৭ ডিসেম্বর। এরপর এগুলি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ক্রয় ও বিক্রয় করা যাবে।