আর্থ ডে: টাটা পাওয়ারের #DePowerKo GreenSignal

ভারতের লক্ষ হল ২০৭০ সালের মধ্যে নেট জিরো নির্গমন অর্থাৎ জিরো কার্বনের লক্ষ্য পূরণ করা।   সেই উদ্দেশ্যে ভারতে গ্রিন এনার্জির উপকরিতা প্রচারের লক্ষে  টাটা পাওয়ার এবং নিউজ 18 আর্থ ডে উপলক্ষে সাসটেইনেবল ইজ অ্যাটেনেবল আন্দোলনের অংশ হিসাবে একটি বিশেষ ফিল্ম প্রকাশ করেছে। যার থিম হল “ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট”।

এই ফিল্মটিতে দেখানো হয়েছে যে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে লাদাখ কিভাবে উন্নতি করছে। যা লাদাখের উন্নততর ভবিষ্যতের দিকে স্পষ্ট ইঙ্গিত করে। তাই ফ্লিমটির মাধ্যমে ‘সুইচ অফ’ তথা ইলেকট্রিসিটির ওপর নির্ভরতা কমিয়ে তার  বিকল্প হিসেবে  গ্রিন এনার্জি তথা সৌর শক্তিতে ‘সুইচ করতে’ দেশবাসীকে অনুপ্রাণিত করা হয়েছে। 

ফিল্মের নায়ক হল লাদাখের একজন তরুণ প্রতিভাবান বক্সার। ইলেকট্রিসিটির সীমাবদ্ধতার কারণে তাঁকে প্রায়ই তার প্রশিক্ষণের সময়সূচীর সাথে আপস করতে হয়। যা তার প্রশিক্ষণে ভীষণ ভাবে ব্যাঘাত ঘটায়। এই অসুবিধা দুর করতে তিনি তাঁর বক্সিং ফিল্ডটিকে সৌরশক্তির সাহায্যে আলোকিত করে তাঁর প্রশিক্ষণ চালিয়ে যান উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *