অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ডাক পড়ল অভিনেতা রণবীর কপূড়ের। শুক্রবার তথা ৬তারিখ ইডির দফতের হাজিরা দেওয়ার নির্দেশ রণবীরকে। তবে কবে থেকে রণবীর এই অ্যাপটির হয়ে প্রচার চালাচ্ছেন, তার জন্য কত টাকা নিয়েছেন এবং কোন মাধ্যমে সেই অর্থ লেনদেন হয়েছে- এসব প্রশ্নের জবাব অভিনেতার কাছ থেকে চাওয়া হবে।
তবে শুধু রণবীরই নন ওই বেটিং অ্যাপটির সাথে যুক্ত রয়েছেন আরও অনেক অভিনেতা ও গায়ক। ক্রিকেট, ফুটবল, টেনিস সহ একাধিক খেলার উপর বাজি ধরার জন্য এই বেটিং অ্যাপটি জনপ্রিয়তা পেয়েছিলো।
এই অ্যাপটির মাধ্যমে বাজি ধরে দীর্ঘদিন ধরে চলছে লক্ষ লক্ষ টাকার লেনদেন। এরই সাথে আড়ালে চলতো জালিয়াতির ব্যবসা। তবে ইতিমধ্যেই এই অ্যাপটির বিরুদ্ধে তদন্ত কমিটি কাজ চালাচ্ছেন। তবে আগামী দিনে এই ঘটনা রণবীরের কেরিয়ারে কতটা জোরালো হবে, তা সময়ই বলবে।