নির্বাচনে প্রার্থী যশ, সাংগঠনিক ভোটে জিততে পারবেন কি নায়ক?

অভিনেতা যশ দাশগুপ্তকে রাজনীতির ময়দানে এর আগেও দেখা গিয়েছে। তিনি ২০২১ সালের বিধানসভা ভোটে চণ্ডীতলা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন। কাঙ্ক্ষিত জয় আসেনি। যশ আরও এক বার ভোটে লড়তে চলেছেন। তবে এ বার তিনি ইম্পার আসন্ন ভোটের প্রার্থী। শুক্রবার হচ্ছে ‘ইম্পা’র নির্বাচন। যশের নাম সেখানে প্রযোজক বিভাগে রয়েছে। যশ সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন। তাই কি ভোটে লড়ার সিদ্ধান্ত? এ প্রসঙ্গে সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে নতুনদের যোগদান করা প্রয়োজন। নতুনদের মধ্যে এখন প্রযোজক অনেকেই। ’’ উল্লেখ্য, বনি সেনগুপ্ত এখন এক জন প্রযোজক। তাই এই প্রথম ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন পিয়ার ছেলে তথা অভিনেতা বনি সেনগুপ্ত।

প্রযোজক বিভাগের চেয়ারম্যান পদে লড়বেন ঋতব্রত ভট্টাচার্য। তাঁর অধীনে ছ’জনের সদস্যপদে রয়েছে পিয়া সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, প্রদীপ চুড়িওয়াল, রেশমি মিত্র, বিজয় কল্যাণী ও যশের নাম। সম্প্রতি নির্বাচন বিষয়ক ‘ইম্পা’র সদস্যদের একটি ঘরোয়া বৈঠক হয়। যশ ও নুসরত সেখানে উপস্থিত ছিলেন। যশ বলেন, ‘‘আমি এখনও নতুন তাই পুরো বিষয়টা জানি না। কিন্তু পাশে পেয়েছি আমার সিনিয়রদের। আশা করছি আমরা জিতব।’’ নুসরত আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাননি। কিন্তু অভিনেত্রী বলেন, ‘‘আমরা এখানে নবীন সব থেকে। যতটা জায়গা সকলের আশীর্বাদে পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। যশ ভোটে লড়ছে আর আমি ওকে সমর্থন করতেই এসেছি।’’

By Banasree Sarkar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *