উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করল ইলেকট্রিক ব্র্যান্ড ফাইব্রোস

উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করল ভারতের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ব্র্যান্ড ফাইব্রোস। ১৮ডিসেম্বর গুয়াহাটির রেডিসন হোটেলে আয়োজিত এক পার্টনারস মিটে উত্তর-পূর্ব ভারতে প্রবেশের কথা ঘোষণা করে ফাইব্রোস।    

ইলেকট্রিক্যাল প্রোডাক্টের পোর্টফোলিও এবং বিভিন্ন স্কিমের সুবিধা সম্পর্কে উত্তর-পূর্বর পার্টনারদের অবগত করতে এই পার্টনারস মিটকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে ফাইব্রোস। ১০০টিরও বেশি ডিস্ট্রিবিউটর, ডিলার এবং খুচরা বিক্রেতারা এই পার্টনারস মিটে অংশগ্রহণ করে।ফাইব্রোস তার এই পার্টনারস মিটে সুইচ, সুইচগিয়ার, আলোর ব্যবস্থা সহ অন্যান্য আনুষাঙ্গিক ইলেকট্রিক্যাল প্রোডাক্ট গুলি প্রদর্শন করে। এছাড়াও ফাইব্রোসের প্রতিনিধিরা  ফোর-এক্স এবং উড-এমসিরির মতো এর মডুলার সুইচের ক্যাটাগরিও পার্টনারদের সামনে তুলে ধরেন। 

ফাইব্রোসের ডিরেক্টর কৈলাশ জৈন বলেন,  আমরা উত্তর-পূর্ব বাজারে আমাদের  যাত্রা শুরু করতে পেরে গর্বিত। ডিলাররা ব্র্যান্ডের ওপর যে বিশ্বাস ও আগ্রহ দেখিয়েছেন তাতে আমরা অভিভূত। এই লঞ্চের সাথে  ফাইব্রোসের প্রোডাক্ট গুলি গুয়াহাটি এবং পার্শ্ববর্তী এলাকায়ও পাওয়া যাবে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *