ইউটিউবার এলভিশ যাদব বিতর্কিত রিয়ালিটি শো ‘বিগ বস ওটিটি ২’ জেতার পর গ্রেফতার হওয়ার একদিন পরই রেভ পার্টিতে সাপের বিষের ব্যবস্থা করার কথা স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে। নয়ডা পুলিস রবিবার সাপের বিষ কাণ্ডে এলভিশকে গ্রেফতার করে। ১৪ দিনের জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এক বিশেষ সূত্রে জানা গিয়েছে, এলভিশ আগে রেভ পার্টিতে সাপ ও সাপের বিষের ব্যবস্থা করতেন। বিভিন্ন রেভ পার্টিতে অভিযুক্তদের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল বলেও স্বীকার করেছে ওই ইউটিউবার। যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এলভিশ, তাই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, রেভ পার্টিতে জব্দ করা নমুনায় সাপের বিষের উপস্থিতি পাওয়ায় আইনি জটিলতায় পড়তে পারেন এলভিশ। এমন খবর প্রকাশিত হওয়ার কয়েকদিন পরই তিনি একটি ভিডিও শেয়ার করে সংবাদমাধ্যম এবং তাঁকে যারা প্রশ্ন করছেন তাদের বিরুদ্ধে তোপ দেগেছেন। একটি ভিডিওতে এলভিশ বলেছিলেন, মিডিয়া তাঁর পিছনে রয়েছে এবং তিনি যা করেন তা কভার করতে চান। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এলভিশ বলেন, “কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি রেভ পার্টিতে উপস্থিত ছিলেন”।