দেশের ১০টি স্কুলে রোবোটিক ল্যাব স্থাপনের লক্ষ্যে ভি’র সিএসআর শাখা ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন সহযোগিতার চুক্তিতে আবদ্ধ হল এরিকসন ইন্ডিয়ার সঙ্গে। এই ল্যাবগুলির মাধ্যমে পিছিয়ে থাকা সমাজের শিক্ষার্থীদের নতুন যুগের শিক্ষার সঙ্গে পরিচয় ঘটানো হবে, যাতে তারা ভবিষ্যতের প্রযুক্তিগত শিক্ষাগ্রহণে সক্ষম হয়।
ডিজিটাল ল্যাব হল এক উদ্ভাবনী শিক্ষামূলক কার্যক্রম। এর মাধ্যমে ১১ থেকে ১৪ বছর বয়সী স্কুলের পড়ুয়ারা জীবনে প্রথমবার প্রোগ্রামিং ও নতুন প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারবে। খোলামেলা শিক্ষার পরিবেশে ডিজিটাল ল্যাব এইসব শিক্ষার্থীদের সঙ্গে টেকনোলজির পরিচয় ঘটিয়ে তাদের মধ্যে ‘প্রবলেম-সলভিং অ্যাপ্রোচ’ গড়ে তুলবে। উভয় সংস্থার এই পার্টনারশিপের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার মান বাড়িয়ে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তাদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করা। এজন্য তাদের টিমওয়ার্ক, প্রবলেম-সলভিং স্কিল ও ক্রিটিক্যাল থিংকিং-এর মতো দক্ষতায় অভিজ্ঞ করে তোলা হবে।
উভয় সংস্থার পার্টনারশিপের মাধ্যমে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাটে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের স্কুলগুলিতে ১০টি ডিজিটাল ল্যাব তৈরি করা হবে।