গত এক বছরের বেশি সময় ধরে করোনার বিভীষিকাময় ছবি দেখছে দেশবাসী। প্রাণ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। মারাত্মক অভিজ্ঞতার শিকার হয়েছেন দেশবাসী। এই পরিস্থিতিতে এবার করোনাভাইরাস আক্রান্ত হবার পরের অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করলেন জনপ্রিয় গায়িকা, সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনা নিয়ে এবার জনসাধারণকে সতর্ক করলেনও তিনি। করোনা যে মানুষকে কোন দিক থেকে, কী ভাবে ক্ষতি করে দেবে, তার ধারণা নেই অনেকেরই। তাই সকলকে সতর্ক থাকতে বললেন পরমা। করোনা থেকে বেশ কিছু দিন আগেই সুস্থ হয়ে উঠেছিলেন গায়িকা। কিন্তু ভাইরাস সংক্রমণের পার্শ্বপ্রতিক্রিয়ায় এখন গুরুতর সমস্যায় ভুগছেন তিনি। পরিস্থিতি এমন হয়েছে যে চোখের সংক্রমণে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন তিনি। এমনকি পরমা নিজে জানিয়েছেন যে তার এক চোখের দৃষ্টিশক্তি ৮০ শতাংশ চলে গিয়েছে!
ফেসবুক পোস্ট করে গায়িকা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণকে কেউ যেন হাল্কা ভাবে নেবেন না কারণ, এটি হয়তো কাউকে প্রাণে বাঁচিয়ে দেবে কিন্তু শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট করে দেবে। চোখে অস্ত্রোপচার করা হয়েছে তাঁর । অপারেশন সফল হয়েছে কিনা তা ব্যান্ডেজ খোলার পরেই জানা যাবে । দুশ্চিন্তায় রয়েছেন গায়িকা। আর সোশ্যাল মিডিয়ার এই পোস্টের মধ্যে দিয়ে সবাইকে করোনা নিয়ে সচেতনও করছেন তিনি।