প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পকে সমর্থন জানিয়ে চিনের PUBG-র বদলে সম্পূর্ণ ভারতীয় গেম FAU-G আনার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন এই FAU-G গেম আসলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘ব্রেন চাইল্ড’। এর বিরুদ্ধে মুম্বইয়ের দেওয়ানি আদলতে মামলা করেছিল GOQii।
শুক্রবার এই গেম-এর গুজব উড়িয়ে দিয়ে মুম্বইয়ের দেওয়ানি আদালত নির্দেশ দেয় যে নতুন এই অনলাইন গেমের বিরুদ্ধে কোনও ভুয়ো খবর ছড়ানো বা গুজব রটানো যাবে না। ৪ সেপ্টেম্বর FAU-G গেমটি আনার কথা টুইটারে ঘোষণা করেন অক্ষয়। লেখেন, গেম থেকে আসা লাভের ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে যাবে।”