বাজারে এল ফেরেরোর দুটি ভিন্ন ফ্লেভারের মাউথ-ফ্রেশনার ‘টিক ট্যাক সিডস’

ফেরেরো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দুটি ভিন্ন ফ্লেভারের মাউথ-ফ্রেশনার ‘টিক ট্যাক সিডস’ লঞ্চ করল। ফেরেরোর এই ফ্লেভার দুটি হল সৌনফ এবং আদা ইলাইচি। বলাবাহুল্য, ‘টিক ট্যাক সিডস’ হল চূর্ণ বীজে ভরা ক্রাঞ্চি শেল যা একটি দীর্ঘস্থায়ী এবং অনন্য স্বাদের অভিজ্ঞতা প্রদান করে। ফেরেরো ইন্ডিয়ার মূল উদ্দেশ্য হল এই সিডস লঞ্চের মাধ্যমে রিফ্রেশমেন্ট বিভাগে টিক ট্যাকের উপস্থিতি শক্তিশালী করা।পুনের বারামতিতে ফেরেরো ইন্ডিয়া প্ল্যান্টে তৈরি হয় টিক ট্যাক সিডস।

বৃহত্তর গ্রাহক সার্কেল তৈরির স্বার্থে দেশব্যাপী এই টিক ট্যাক সিডসের দাম রাখা হয়েছে ১ টাকা এবং ১০ টাকা। উল্লেখ্য, এই ফেরেরো গ্রুপ হল বিশ্বের অন্যতম প্যাকেজজাত মিষ্টান্ন ব্র্যান্ড। ভারতীয় প্যালেটের বৈচিত্র্যময় স্বাদ পূরণের ক্ষেত্রে টিক ট্যাক বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে এই সংস্থার প্যালেটে  রয়েছে পুদিনা, কমলা এবং  আপেল ফ্লেভারের ভ্যরাইটি।

ফেরেরোর লক্ষ্য হল আগামী বছরগুলিতে টিক ট্যাকের স্বাদ প্রবর্তনের মাধ্যমে পোর্টফোলিওটি আরও প্রসারিত করা।টিক ট্যাকের ইন্ডিয়ার মার্কেটিং হেড জোহের কাপুসওয়ালা- টিক ট্যাক, রোচার, নুটেলা বলেন, আমাদের মূল্য নির্ধারণ পলিসি টিক ট্যাক সিডসের বাজার বাড়াতে সাহায্য করবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *