সিকিমে বীমা সচেতনতা প্রচার শুরু করেছে ফিউচার জেনারেল ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড / FGII। এই ক্যাম্পেনের মাধ্যমে FGII- এর লক্ষ হল সমগ্র সিকিমের প্রায় ৩৬টি গ্রামকে কভার করা।
যার ট্যাগ লাইন হল – “আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, বীমা করুন!” এই ক্যাম্পেনের উদ্দেশ্য হল বীমার সুবিধা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এই অঞ্চলের বেশি সংখ্যক মানুষকে বীমার আওতায় আনা। গ্যাংটক থেকে ফ্ল্যাগ অফের মাধ্যমে প্রচার ভ্যানটি তার যাত্রা শুরু করে। ১২ দিন ধরে চলবে FGII-এর এই ভ্যান ক্যাম্পেনটি।
পারফরম্যান্স আর্ট, প্রশ্নোত্তর রাউন্ড, লাকি ড্র ইত্যাদির সাহায্যে এই ক্যাম্পেনের মাধ্যমে জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। FGII-এর চিফ মার্কেটিং অফিসার রুচিকা মালহান ভার্মা বলেন, FGII তাদের কোম্পানির বিভিন্ন বিমা সুবিধা গুলি ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্যেই সিকিমে এই ক্যাম্পেন শুরু করেছে FGII।