‘বিগ বস্ ওটিটি’ বিজেতা এলভিশের নামে এফআইআর

কিছুদিন আগেই কোটি টাকা দাবি করে হুমকি ফোন পান এলভিশ যাদব। এ ঘটনা মিটতে না মিটতেই আরও এক বিপত্তি। এ বার ‘বিগ বস্‌ ওটিটি ২’ বিজেতা এলভিশের নামে এফআইআর দায়ের করেছেন নয়ডা পুলিশ। সম্প্রতি নয়ডার সেক্টর ৫১- সেভরন ব্যাঙ্কোয়েটে রেড চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে ২০ মিলিলিটার সাপের বিষ। এ ছাড়াও পাঁচটা গোখরো সাপ, একটি অজগর সহ বেশ কিছু বিষধর সাপও উদ্ধার হয়। ঘটনা স্থলে গ্রেফতার করা হয়েছে এলভিশ ঘনিষ্ঠ পাঁচ জনকে।

এলভিশ ঘটনাস্থলে না থাকায় এফআইআর দায়ের করা হয় তাঁর নামেও। গৌরব গুপ্ত নামে একজন পশু কল্যাণ আধিকারিক এই এফআইআর দায়ের করেন। গৌরবের অভিযোগ, এলভিশ ও তাঁর পাঁচ সঙ্গী গুরগাঁওতে রেভ পার্টির আয়োজন করেন। সেখানে বিদেশিনি মহিলারা আসেন সাপের বিষ ও মাদক সংগ্রহের জন্য। এলভিশকে এক বিদেশিনির সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে। এলভিশের নামে ভারতীয় দণ্ডবিধির ৯,৩৯,৪৮(এ),৪৯,৫০,৫১ এর বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারা অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

যদিও এই ঘটনায় এখনও কোনও মন্তব্য করেননি ‘বিগ বস্ ওটিটি ২’-এর এই বিজেতা। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে রিয়্যালিটি শোয়ে পা রেখেছিলেন তিনি। তবে ঘরে পা রাখার পর থেকে খেলা ঘুরিয়ে দেন এলভিশ। ‘বিগ বস্‌’-এর ইতিহাসে তিনিই প্রথম প্রতিযোগী, যিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে প্রবেশ করে খেতাব জিতেছেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *