ফ্লিপকার্ট: বিগ বিলিয়ন ডেজ-এর প্রস্তুতি শুরু

ফ্লিপকার্ট আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর প্রস্তুতি হিসেবে তাদের ‘কিরানা ডেলিভারি প্রোগ্রাম’কে আরও মজবুত করার কাজ চালাচ্ছে। এজন্য স্থানীয় স্তরের দোকানগুলিকে ডেলিভারি পার্টনার হিসেবে সঙ্গে নিচ্ছে ফ্লিপকার্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবার উৎসবের মরশুমে ১০০,০০০ কিরানা পার্টনার যুক্ত হচ্ছেন, যারা হাজার হাজার অর্ডার অনুসারে পণ্য ডেলিভারি দেবেন। গত বছর উৎসবের মরশুমে কিরানা পার্টনারদের মাধ্যমে ১০ মিলিয়নের বেশি ডেলিভারি দেওয়া হয়েছিল।

২০১৯ সালে ফ্লিপকার্ট এই প্রোগ্রাম চালু করেছিল, আর সেই থেকে এপর্যন্ত ডেলিভারি ব্যবস্থাকে আরও মজবুত করে তোলার কাজ চলছে। গত বছরের তুলনায় এবছর কিরানা পার্টনারের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশের যেসব পিনকোড অঞ্চলে যাওয়া কঠিন সেইসব এলাকাতেও ডেলিভারি দেওয়া হবে কিরানা পার্টনারদের মাধ্যমে। একইসঙ্গে কিরানা পার্টনারদের জন্য বাড়তি আয়ের পথ খুলে দিচ্ছে ফ্লিপকার্ট। কয়েকমাস আগে থেকেই কিরানাগুলিকে যুক্ত করার জন্য এবং উৎসবের আগে তাদের প্রস্তুত করার জন্য ফ্লিপকার্ট তাদের কাছ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের আহ্বান জানিয়েছে, যাতে পার্টনার হওয়ার জন্য নিজেদের যাবতীয় তথ্য ও ডকুমেন্ট সময়মতো জমা দিতে পারেন তারা।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *